ছাতিয়ানতলা গার্লস স্কুল এণ্ড ইউনাইটেড কলেজ। যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় অবস্থিত। এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা কাল থেকে শিক্ষার ক্ষেত্রে অগ্রণি ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন সময় জেএসসি, এসএসসি ও এইচএসি পরীক্ষায় সেরা সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর-এর এই বিদ্যাপীঠটিতে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। শিক্ষার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলিতে বিদ্যালয়টি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদ্যালয়ের ওয়েবসাইটটিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কার্যক্রমে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এ বিদ্যালয়ের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।
সভাপতি
ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড ইউনাইটেড কলেজ
বাঘারপাড়া, যশোর।
