অধ্যক্ষের বাণী

বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগ। আধুনিক বিশ্বের সকল ক্ষেত্রেই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রয়োগ হচ্ছে বিস্ময়কর ভাবে।
শিক্ষা ক্ষেত্রেও বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির চমক ইতোমধ্যেই বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়।  আশা করছি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করবে।
সেই লক্ষ্যকে সামনে রেখে  অন্তর্ভুক্তিমূলক সমতা ভিত্তিক মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করার অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার অতিশয় আন্তরিক ও সচেষ্ট। তাই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার যখন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে  শিক্ষাকে একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে ঠিক সেই মূহুর্তে সরকারের সদিচ্ছার সার্থক প্রতিফলন ঘটাতে ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড ইউনাইটেড কলেজ দায়িত্বশীলতার সাথে আধুনিক শিক্ষা প্রযুক্তির সফল প্রায়োগিক বিরামহীন প্রচেষ্টা  চালিয়ে যাচ্ছে।

ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি বান্ধব প্রশাসনিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি শিখন কার্যক্রমকে সকল স্তরের শিক্ষার্থীদের জন্য অনায়াসে বোধগম্য ও ধারণযোগ্য করার লক্ষ্যে চেষ্টা অব্যাহত রেখেছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব কালে লকডাউন পর্যায়েও জুম এপস ও ফেসবুক পেজের  এর মাধ্যমে অনলাইন শিক্ষাদান ও পরীক্ষা গ্রহন চালু রেখে শিক্ষার্থীর মেধা বিকাশে অনন্য ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ক্ষেত্রে উল্লেখিত তথ্যপ্রযুক্তি কেন্দ্রিক কার্যক্রম সম্পন্ন করায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে আমি অত্যন্ত আনন্দিত। আশাকরি এ মহৎ উদ্যোগ ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমকে আরো বেগবান করবে।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের সাথে সম্পৃক্ত সকলকে নিরন্তর শুভেচ্ছা ও অবিরাম অভিনন্দন।

অধ্যক্ষ
ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড ইউনাইটেড কলেজ,
বাঘারপাড়া, যশোর।