প্রতিষ্ঠানের ইতিহাস

যশোর জেলার বাঘারপাড়া থানার দরাজহাট ইউনিয়নে ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড ইউনাইটেড কলেজ –   EIIN  115643 অবস্থিত।

এলাকার খ্যাতিমান ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের সক্রিয় সহযোগিতায় প্রতিষ্ঠানটির স্কুল শাখা ১৯৯০ সালে স্থাপিত হয়ে ১৯৯৪ সালে এম.পি.ও ভূক্ত হয়। এবং মাধ্যমিক শাখায় ১৯৯৯ সালে তিনটি ট্রেডের মাধ্যমে
(১. ড্রেস মেকিং
২. ফুড প্রসেসিং
৩. জেনারেল ইলেকট্রনিক্স)
ভোকেশনাল শাখা সংযুক্ত হয়।

প্রতিষ্ঠানটিতে ২০০২ সালে উচ্চ মাধ্যমিক শাখা প্রাথমিক অনুমতি পেয়ে ২০০৪ সালে এম.পি.ও ভূক্ত হয় । পরবর্তীতে প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক শাখা ২০০৮ সালে সহশিক্ষা সহ আলাদা ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার অনুমতি প্রাপ্ত হয় । বর্তমানে কলেজ শাখাটি স্কুল শাখা থেকে প্রায় ৫০০ মিটার দূরে যশোর নড়াইল মহাসড়কের উত্তর পার্শ্বে আলাদা ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটি এখন দুইটি সুবিশাল ক্যাম্পাসে, সুসজ্জিত ভবনে আধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানগার, সমৃদ্ধ পাঠাগার ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ দ্বারা সুসজ্জিত। বিজ্ঞ পরিচালনা পরিষদ, দক্ষ প্রশাসন ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর নিবিড় তত্ত্বাবধানে শ্রেণিপাঠ এবং রাজনীতিমুক্ত পরিবেশে পরিচালিত হচ্ছে।